প্রিমিয়ার ফুটবল লিগে এবার পুলিশের জালে গোলবন্যা বইয়ে দিল মাদারবাড়ী উদয়ন সংঘ। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লিগে দিনের প্রথম খেলায় উদয়ন ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশকে। এ খেলায় হ্যাট্রিক করেন বিজয়ী দলের অধিনায়ক হোসাইন মোহাম্মদ আরিফ। এ নিয়ে পুলিশ তাদের ৭টি খেলার ৭টিতেই পরাজিত হলো। কোন পয়েন্ট অর্জন করেনি তারা। তাদের বিপক্ষে এ পর্যন্ত গোল হয়েছে ৩২টি। বিপরীতে তারা ৪টি গোল দিতে পেরেছে। মোট ৫ জন খেলোয়াড় তাদের বিপক্ষে হ্যাট্রিক অর্জন করেন। গতকাল খেলার শুরুতে ধারনা করা হয়েছিল পুলিশ হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু সময় যতো গড়াচ্ছিল ততই গোল হজম করছিলো তারা একের পর এক। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়েছিল। খেলার ১০ মিনিটেই গোল পায় উদয়ন। ইমন আলী গোলের সূচনা করেন (১-০)। ২২ মিনিটে অধিনায়ক হোসাইন মোহাম্মদ আরিফ ব্যবধান দ্বিগুন করেন(২-০)। ৩২ মিনিটে জেলা পুলিশ ১টি গোল পরিশোধ করে। উদয়ন ডিফেন্সের অতিরিক্ত আত্মবিশ্বাসে এ গোল হজম করতে হয় তাদের। পুলিশের ইসহাক ভূইয়া অনেকটা শুয়ে হেডের মাধ্যমে এ গোল করেন (১-২)।
দ্বিতীয়ার্ধে যেন উদয়ন গোল উৎসবে মেতে উঠে। ১৪ মিনিটে জটলার মধ্যে থেকে পুলিশের রায়হানের পা ছুঁয়ে আসা বলে উদয়ন অধিনায়ক হোসাইন মোহাম্মদ আরিফ গোল করেন (৩-১)। চার মিনিট বাদে পুলিশের নোমান আল করিমের শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটা ভালো সুযোগ নষ্ট হয় তাদের। এরপর উদয়ন বেশকটি আক্রমন পরিচালনা করেন পুলিশ গোলমুখে। এতে দুটি নিশ্চিত গোল নষ্ট হয় তাদের। ৩২ মিনিটে উদয়নের বদলী খেলোয়াড় নাফিজ ইকবাল গোল করেন (৪-১)। চারমিনিট বাদে উদয়নের আক্রমন ক্লিয়ার করতে যায় পুলিশের রক্ষণভাগ। তাদের ব্যর্থতার সুযোগে আরিফ গোল করে তার হ্যাট্রিক পূর্ণ করেন (৫-১)। এটি লিগের ৮ম হ্যাট্রিক। খেলার শেষ দিকে এসে আরো একটি গোল পায় উদয়ন। ৪৪ মিনিটে বদলি খেলোয়াড় সাইফুল ইসলাম তুহিন গোল করেন (৬-১)। ৭ খেলা শেষে মাদারবাড়ী উদয়ন সংঘের পয়েন্ট ১১।
গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মাদারবাড়ী উদয়ন সংঘের খেলোয়াড় জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর অনুপ বিশ্বাস।
একই ভেন্যুতে দিনের অপর খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় মুক্তিযোদ্ধার বদলি খেলোয়াড় মতিউর জয়সূচক গোলটি করেন। লিগে এটি বন্দরের প্রথম পরাজয়। এ পরাজয়ে লিগ শিরোপা থেকে তারা অনেকটাই পিছিয়ে গেল। ৭ খেলা শেষে তাদের পয়েন্ট ১৪। অন্যদিকে শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ৭ খেলা শেষে ১৯ পয়েন্ট অর্জন করেছে। কোচ দেবাশীষ বড়ুয়া দেবুর প্রশিক্ষণাধীন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এ মূল্যবান জয় তাদেরকে রেলিগেশন থেকে আরো দূরে সরিয়ে নিয়েছে। ৭ খেলা শেষে তাদের পয়েন্ট ৮।
গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অং মার্মা। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান (শাহীন)।
আজ প্রিমিয়ার ফুটবল লিগের কোন খেলা নেই।