চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর ওপর হামলাকারী সেই সন্ত্রাসী শাকিল (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
তিনি বলেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে শনিবার সকালে এসআইকে কুপিয়ে জখম করার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মো. আনিছ ও ১৬ বছর বয়সী অপর একজন শিশু। গতকাল জেলার চন্দনাইশের কাঞ্চননগর এলাকা ও নগরীর বন্দরের সল্টগোলা ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার এ ঘটনায় এ নিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। গত ১২ আগস্ট রাতে নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম সেখানে ছুটে যায়। তখন টিমের সদস্য এসআই আবু সাঈদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।