পুলিশকে গোলবন্যায় ভাসালো ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশকে গোলবন্যায় ভাসিয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স হেলালের হ্যাট্রিকের কৃতিত্বে ৬-০ গোলে চট্টগ্রাম জেলা পুলিশকে হারায়। লিগের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম খেলায় পুলিশ হেরেছিল ৪ গোলে কাষ্টমস স্পোর্টস ক্লাবের বিপক্ষে। সেদিনও তাদের বিরুদ্ধে লিগের প্রথম হ্যাট্রিক হয়েছিল। এ নিয়ে ব্রাদার্স টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো। তারা প্রথম খেলায় মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল। ২ খেলা শেষে ব্রাদার্স ৬ পয়েন্ট পেয়েছে।
অন্যদিকে সমান খেলায় পুলিশ কোন পয়েন্ট পায়নি।
গতকাল খেলার প্রথমার্ধে ব্রাদার্স ইউনিয়ন ২ গোলে এগিয়েছিল। ১৯ মিনিটে প্রথম গোল পায় তারা। ডানদিকে বল পেয়ে আমিরুজ্জামান সাইমন আগুয়ান কিপারকে ফাঁকি দিয়ে সেকেন্ডবারে বল প্লেস করে দেন (১-০)। এ অর্ধের শেষ মিনিটে আবারো এগিয়ে যায় ব্রাদার্স। এবার মো. আলামিন ফাঁকায় বল পেয়ে গোল করেন (২-০)। দুই গোলে এগিয়ে থাকা চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরো আক্রমনাত্মক হয়ে উঠে। পুলিশ ডিফেন্স কার্যত ভেঙ্গেই পড়ে। ৯ মিনিটেই তৃতীয় গোলের দেখা পায় তারা। সতীর্থের কাছ থেকে পেয়ে সাজ্জাত হোসেন বল জালে ঠেলে দেন (৩-০)। ২০ মিনিটে কয়েক পা ঘুরে আসা বল পেয়ে ব্রাদার্সের বদলী খেলোয়াড় মো. হেলাল গোল করেন (৪-০)। ছয় মিনিট বাদে হেলাল নিজের দ্বিতীয় গোল পান (৫-০)। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে ব্রাদার্স ইউনিয়ন পেনাল্টি লাভ করে। বঙের ভেতরে সাজ্জাতকে ফাউল করে পুলিশ রক্ষণভাগ।
রেফারী পেনাল্টির বাঁশী বাঁজান। হেলাল পেনাল্টিতে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন (৬-০)। এটি লিগের দ্বিতীয় হ্যাট্রিক। বদলী হিসেবে খেলতে নেমে হেলালের হ্যাট্রিক অর্জন চট্টগ্রাম লিগে একটি রেকর্ড। দু’মিনিট বাদে ব্রাদার্সের আরো একটি নিশ্চিত গোল পুলিশের রক্ষণভাগ সেভ করে। এ খেলায় মাঝে মধ্যে পুলিশ আক্রমন করলেও তা খুব একটা জুতসই হয়নি।
গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের সাজ্জাত হোসেন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য এ.কে.এম. আবদুল হান্নান আকবর।
প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং মাদারবাড়ী উদয়ন সংঘ। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ফুটবল লিগে দলবদল শুরু
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ও প্রিমিয়ার ভলিবল লিগ শেষ হচ্ছে আজ