পুলিশ ভ্যানের সাথে ইটবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ৫

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

পুলিশের একটি ভ্যান রাঙামাটি থেকে ঢাকা যাওয়ার পথে রাউজানের পিংক সিটির কাছে ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে ঘটনা ঘটে চট্টগ্রামরাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পিংকসিটি এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাঙামাটি থেকে ব্যাটালিয়ন পুলিশের একটি দল নিজেদের ভ্যান গাড়ি (ঢাকা মেট্রো ইউ ১৪২১২৪) যোগে যাচ্ছিল। এসময় রাঙামাটিমুখি একটি ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন০২০০১০) সাথে পুলিশ ভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়। ঘটনায় ভ্যানে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান, ভ্যান চালক মাসুদ গুরুতর আহত হন। আহত হয় মো. শামীমসহ অপর এক শ্রমিক।

ট্রাক চালক বাবলা বড়ুয়ার দাবি, তিনি ইট নিয়ে রাঙ্গুনিয়ার একটি মাদরাসায় যাওয়ার পথে পুলিশের দ্রুতগামী ভ্যান গাড়িটি তার গাড়ির ওপর এসে পড়ে। ঘটনায় পুলিশ ও শ্রমিক আহত হয়েছে। ঘটনাস্থলে দেখা গেছে পুলিশ ভ্যান ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউৎপাদন বৃদ্ধি ছাড়া উন্নত দেশ বিনির্মাণ সম্ভব নয়
পরবর্তী নিবন্ধমৌলভী মোত্তাহার বিল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ