সময় মতো পুলিশ ফোর্স না পাওয়ায় রেলওয়ে পূর্বাঞ্চলের উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বড় বড় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দিন-তারিখ ঠিক করা হলেও সময় মতো পুলিশ না পাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা সম্ভব হয়নি। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সব চেয়ে বড় অবৈধ স্থাপনা ষোলশহর রেল স্টেশন ও আশপাশ এলাকায় উচ্ছেদের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। এছাড়াও কদমতলী, আমবাগান এলাকায়ও উচ্ছেদের জন্য দিন-তারিখ ঠিক করা হয়েছিল। শেষ পর্যন্ত উচ্ছেদ সব আয়োজন ভেস্তে গেছে। সময় মতো অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
মাহবুব উল করিম রেলওয়ে পূর্বাঞ্চলে বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে পুরো চট্টগ্রাম বিভাগ জুড়ে অনেক বড় বড় আলোচিত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উদ্ধার করা হয়েছে অবৈধ দখলদারদের কাছ থেকে বিপুল পরিমাণ রেলের জমি।
রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগ থেকে জানা গেছে, একবার উচ্ছেদ অভিযানের জন্য দিন-তারিখ ঠিক করার পর সেই তারিখে অভিযান পরিচালনা সম্ভব না হলে-পরবর্তী দিন-তারিখ ঠিক করতে অনেক সময় লেগে যায়। কোন তারিখ-কোথায় উচ্ছেদ অভিযান চালানো হবে তা আগে থেকে নির্ধারণ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিটি দপ্তরকে লিখিত ভাবে জানাতে হয়। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা যায়। তার আগে উচ্ছেদ অভিযান চালানো যায় না বলে জানা গেছে।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম আজাদীকে জানান, ১৪ ও ১৫ সেপ্টেম্বর ষোলশহর স্টেশনসহ আশপাশ এলাকায় উচ্ছেদের পূর্ব ঘোষিত তারিখ ছিল। কিন্তু সিএমপি থেকে আমাকে জানানো হয়েছে-এখন স্কুল-কলেজ খোলাতে পুলিশের দায়িত্ব বেড়ে গেছে। উচ্ছেদ অভিযানের জন্য পুলিশ দেয়া যাচ্ছে না।
এদিকে বেশ কয়েকটি বড় অভিযানের তারিখ নির্ধারণ করা হয়েছে। পুলিশ না পাওয়াতে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। অভিযানের জন্য তারিখ নির্ধারণ করেও অভিযানে না যাওয়ায় কর্তৃপক্ষ আমাকে ভুল বুঝতে পারে। এজন্য বিষয়টি আমি লিখিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।