নগরীর বন্দর এলাকায় পুলিশ দেখে পুকুরে লাফ দিয়ে নিখোঁজ মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মাসুদ রানা ওই এলাকার নেছার আহমেদের পুত্র।
জানা যায়, গত রবিবার বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা–বিক্রেতা দিকবিদিক ছুটতে শুরু করে। এ সময় তারা তাস খেলারত অবস্থায় ছিলেন। পুলিশ আসার খবরে ডেবায় ঝাঁপ দেয়। এ সময় মাসুদ রানা দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির উপরে ওঠেননি। পরে গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মো. আবদুল মন্নান আজাদীকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন ডেবার পাড় এলাকার ডেবা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, ডুবুরি দলের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।