পুলিশ কমিশনারের পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি হাসিব আজিজের পিতা সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পুলিশের মহাপরির্দশক (আইজিপি) এম আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম নেতৃবৃন্দ।

গতকাল বিকেলে সিএমপি কমিশনারের দামপাড়াস্থ পুলিশ লাইন্স অফিস কক্ষে শোক বার্তা জ্ঞাপন করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ, মোরশেদুল আলম কাদেরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ), সাকিলা সোলতানা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার স্পিনা রানী প্রামানিক ও সহকারী পরিচালক মোঃ সেলিম নাসের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে দিনে দুপুরে ভাড়া বাসায় চুরি
পরবর্তী নিবন্ধকাদেরীয়া চিশতীয়া পরিষদের যুগপূর্তি