জনগণের সম্পৃক্ততায় পুলিশের সহযোগিতায় সকল ধরণের নির্যাতন, সহিংসতা, মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে পুলিশ ও জনগণের মধ্যকার সম্পর্ক তৈরীর লক্ষ্যে হালিশহর থানার আস্ক ইওর লোকাল পুলিশ অফিসার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বড়পুল আগ্রাবাদ এঙেস রোডস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে পিস প্রকল্পের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংশপ্তক পিস প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় সিএমপি হালিশহর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত। বিশেষ অতিথি ছিলেন সিএমপি ৬৬নং বিটের সভাপতি জাহাঙ্গীর আলম, সংশপ্তক পরিচালনা পরিষদের ট্রেজারার চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদ্যুত কান্তি নাথ।
আরো উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার মো. নাসির উদ্দিন ও সিএমপি ৬৬নং বিটের সহকারী পরিদর্শক (নি.) মো. মহসিন উদ্দীনসহ কমিউনিটি ও বিট পুলিশিংয়ের সদস্য, হালিশহর থানা পুলিশের বিভিন্ন বিটের এবং থানায় নিয়োজিত পুলিশ ও স্থানীয় জনগণ।
এ সময় উপস্থিত জনগণ নানা সমস্যার কথা তুলে ধরে প্রশ্ন উত্তাপন করেন। পুলিশের পক্ষ থেকে সেসব সমস্যা সমাধানের বিষয়ে উত্তর প্রদান করেন হালিশহর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।










