ঠাট্টার ছলে একজনকে উদ্দেশ্য করে ‘পুরান পঅলে ভাত নপার, নোয়া পঅল ওগ্গা খত্তুন আইস্যে’ বলায় খুনের শিকার হয়েছেন মো. বজলুল হক (৬১) নামের এক ব্যক্তি। ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো ছুরি দিয়ে খুন করেন নুরুল আজিজ সিকদার ওরফে নুলাইচ্ছা পাগলা (৫০)। বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বাজারের গাউছিয়া হোটেলের সামনে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত বজলুল হক গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বাশরের পুত্র। তিনি স্থানীয় বাজারে একটি কসমেটিকসের দোকানে আরেক ভাইয়ের সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। অপরদিকে অভিযুক্ত নুরুল আজিজ সিকদার হাদির পাড়া এলাকার মৃত মোক্তার আহমদের পুত্র। তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গন্ডামারা বাজারের গাউছিয়া হোটেলের সামনে অন্য আরও কয়েকজনের সঙ্গে বসে চা খাচ্ছিলেন বজলুল হক। এ সময় নুরুল আজিজ সিকদার শোর–চিৎকার করতে করতে দোকানে ঢুকে ‘ইয়া নবী, ইয়া হাবীবি’ বলে বজলুলের কাছ থেকে চা খেতে চায়। তখন বজলুল ঠাট্টা করে ‘পুরান পঅলে ভাত নপার, নতুন পল খত্তুন আইস্যেদে’ বলে তাকে তাচ্ছিল্য করে। এ নিয়ে হাসি–ঠাট্টা চলার এক পর্যায়ে নুরুল আজিজ সিকদার ক্ষিপ্ত হয়ে ওই হোটেল থেকে ব্যবহারের ধারালো ছুরি নিয়ে বজলুল হকের পেটে ঢুকিয়ে দেয়। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর স্থানীয় জনগণের সহযোগিতায় ঘাতক নুরুল আজিজকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, ঘাতক নুরুল আজিজ সিকদার প্রকাশ নুলাইচ্ছা পাগলা বিগত কয়বছর যাবত মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছেন। তিনি একাধিক বিয়ে করলেও সব স্ত্রীই তাকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ–রাসুলের নাম জপতে জপতে এদিক–সেদিক ঘুরে বেড়ানোই এখন তার কাজ।
ঘটনার ব্যাপারে নিহতের ভাই ছৈয়দুল হক সওদাগর বলেন, আমার ভাই বজলুল হক পাঁচ ছেলে ও তিন কন্যা সন্তানের বাবা। নুরুল আজিজ পাগলা কেন তাকে এভাবে ছুরিকাঘাত করে খুন করল বুঝতে পারছি না।
অভিযুক্ত নুরুল আজিজ সিকদারের বড় ভাই আনোয়ার মিয়া সিকদার বলেন, আমরা চার ভাইয়ের মধ্যে সবার ছোট আজিজ। সে দুই বিয়ে করেছে। এক সংসারে একটা ছেলে ও অপর সংসারে তিন ছেলেমেয়ে থাকলেও দুই বউই তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। আজিজ মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর থেকে অনেক চিকিৎসা করা হয়েছে। কিছুদিন ভাল থাকে আবারও আগের অবস্থায় ফিরে যায়। গত দুইদিন সে বাড়ি আসেনি। তার মধ্যেই এই ঘটনা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত নুরুল আজিজকে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।