পুরাতন চান্দগাঁওয়ে ফুটওভার ব্রিজ চাই

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৫ পূর্বাহ্ণ

আতঙ্কের আরেক নাম যেন সড়ক দুর্ঘটনায় মৃত্যু। বর্তমান সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। পত্রিকার পাতা, টেলিভিশন কিংবা ফেসবুক খুললেই দেখা যায় এর ভয়াবহতা। পরম স্নেহময়ী মাতার সামনে পুত্রের শব্দহীন দেহ কিংবা সন্তানের সামনে পিতার নিথর দেহ! এই যেন মেনে নেওয়া যায় না। “যাকে সাপে কামড় দেয় তিনিই বুঝেন বিষের যন্ত্রণা কেমন।” ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২১ হাজারের চেয়ে বেশী (প্রথম আলো-২০/১০/২০১৫)। যার ৩২% পথচারী। পুরাতন চান্দগাঁও থানার অধীনে পাঠানিয়াগোদা, এরশাদউল্লাহ গার্মেন্টস সংলগ্ন আরাকান রোডটি একটি গুরুত্বপূর্ণ মোড়। যার আশে পাশে ৪ থেকে ৫টি স্কুল, মসজিদ, বহুসংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান ও গার্মেন্টস রয়েছে। প্রভাতের সূর্য উঠতে না উঠতে অগণিত পথচারী এই মোড়ে রাস্তা পারাপার হয়। অতিরিক্ত পরিবহন ও এদের ভয়ঙ্কর গতির কারণে পথচারীদের রাস্তা পার হতে ভীষণ ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের বেশী অসুবিধা হয়ে থাকে। আগে বহুবার জেব্রা ক্রসিং দিলেই তা ৭ দিনের বেশী থাকেনি এবং বেশির ভাগ গাড়ি চালক এর পরোয়া করেনি। WHO রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতি GDP এর ১.৬ % প্রায়। অত্র এলাকায় এ পর্যন্ত বেশ কয়েকবার বহুলোক সড়ক দুর্ঘটনায় আহত হয় এমনকি নিহত হয় কয়েকজন। অতএব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সার্বিক অবস্থা বিবেচনা করে অত্র এলাকায় উক্ত মোড়টিতে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের আবেদন জানাচ্ছি।
মো. সাবেদ আজ, শিক্ষার্থী, দশম শ্রেণি, চান্দগাঁও এন.এম সি আদর্শ উচ্চ বিদ্যালয়, চান্দগাঁও চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবী দিবস : শোকাবহ একটি অধ্যায়