পঞ্চম ধাপে বোয়ালখালী উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়।
জানা যায়, বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ১টিতে সাবেক এক চেয়ারম্যানকে মনোনয়ন দিয়েছে। তারা হলেন শাকপুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, সারোয়াতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন, পোপাদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস,এম জসিম, চরনদ্বীপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শামশুল আলম, শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মোকারম, আমুচিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজল দে এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল মনসুর বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তফসীল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আজ মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন। ৯ ডিসেম্বর যাচাই বাচাই, ১৫ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।