পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের আলোচনা সভা

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের সভাপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিনহ, সিনিয়র সহ-সভাপতি ডা. মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক ননী গোপাল বণিক স্মরণে আলোচনা সভা ভারপ্রাপ্ত সভাপতি সুধীর রঞ্জন দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার অশোক কুমার নাথের পরিচালনায় পুন্ডরীক ধামে গত ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফুল্ল রঞ্জন সিংহ ছিলেন চেতনার বাতিঘর। সমাজকল্যাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন ডা. মিলন কান্তি দে একজন সত্যনিষ্ঠ মানবসেবী। ননী গোপাল বণিক ধার্মিকতার মধ্যে দিয়ে সমাজ উন্নয়নে কাজ করে গেছেন। বক্তব্য দেন, নবদ্বীপ স্বামী মহারাজ, পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, চবি শিক্ষক অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপিকা ড. তাপসী ঘোষ রায়, গোবিন্দ প্রসাদ মহাজন, মাইকেল দে, স্বপন কুমার বণিক, রুপন কান্তি চৌধুরী , শান্তিপদ সেন, দুলাল কান্তি নাথ, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, হিল্লোল সেন উজ্জল, অধ্যাপক সবুজ নাথ, লাভলু ভট্টাচার্য অর্পণ ধর, রামকৃষ্ণ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক ওসমানুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদ্বিতীয়বার আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য দিলীপ কুমার