বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ঢাকার একটি হাসপাতালে শনিবার সকালে মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতি দম্পতির কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়ে মিরাজ দোয়া চেয়েছেন সবার কাছে। ‘আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।’ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য গত কয়েক দিন জাতীয় দলের স্কিল ক্যাম্প থেকে ছুটি নিয়েছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। রোববার থেকে শুরু হতে যাওয়া তিন দলের ওয়ানডে সিরিজে তার নাম আছে মাহমুদউল্লাহ একাদশে। প্রায় পাঁচ বছরের প্রেমের পথচলার পর গত বছরের মার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিরাজ ও প্রীতি।