অনেক গুণে গুণান্বিত সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গান লেখেন, সুর করেন, কণ্ঠে তুলেন এবং সংগীত পরিচালনার কাজটিও করেন। শুধু তাই না, বিগত কয়েক বছর ধরে নিয়ম করেই কবিতার বই ও উপন্যাস প্রকাশ করছেন এই ক্লোপআপ তারকা। মানে, কবি ও উপন্যাসিক হিসেবেও নিজেকে মেলে ধরেছেন তিনি। কিন্তু এতকিছুর পরও সংসারটা ঠিকঠাক হয়ে উঠলো না। খবর বাংলানিউজের।
দু’বছর আগেই ঘর বেঁধেছিলেন পুতুল। কিন্তু সে ঘর টেকেনি বেশিদিন। বিয়ের দু’বছর পূর্তিতে তাই একবার পেছন ফিরে তাকালেন শিল্পী। গভীর জীবনবোধ থেকে অনুরাগী বন্ধুদের সঙ্গেও ভাগ করলেন তার অনুভূতি। সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে পুতুল লিখেছেন, দুই বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই পথটা ঠিক যেন আমার কল্পনার সেই পথটা নয়, যে পথে আনন্দে হেঁটে নেয়া যায় অক্লেশে। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিলো চূড়ান্ত দ্বন্দ্েব। সম্পর্ক মুমূর্ষু হচ্ছিলো, ক্ষতিগ্রস্ত হচ্ছিলো আমার সৃষ্টিশীল সত্তা। পুতুল জানান, বিচ্ছিন্নতার সিদ্ধান্ত তখনই নিয়েছিলেন তিনি। ঘটান বিচ্ছেদ। তার ভাষায়, অতঃপর আবার আমার সেই একক জীবনে ফেরা, সুর আর সাহিত্যের সাথে নির্বিঘ্ন একক সংসার। পুতুল বলেন, আজ এতোদিন পর এই কথাগুলো বলার একটাই কারণ। সম্পর্কটার ভিতরে থাকলে যৌথ জীবন উদযাপনের দুই বছর হতো আজ। যেহেতু একক জীবনযাপন করছি, এই দিনটার কোনো বিশেষত্ব বা মহিমা নেই। ফেসবুক যতোই স্মৃতিতে ফেরাতে চাক দুই বছর আগের আজকের দিনে, নিজের কাছে নিজের প্রত্যয় কেবলই সামনে তাকানোর। মঙ্গল হোক সবার।