পুতিন আপনাদের দেশ ধ্বংস করছে: রুশদের জেলেনস্কি

| সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রুশদের বলেছেন, আপনাদের নেতা আপনাদের দেশকে ধ্বংস করছে। সামরিক উর্দিতে সজ্জিত লোকজন দ্বারা আবৃত হয়ে দেওয়া ভ্লাদিমির পুতিনের নববর্ষের ভাষণের পর দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট নেতৃত্ব দিচ্ছেন না, তার বাহিনীর পেছনে লুকিয়ে আছেন। শনিবারও ইউক্রেন রাশিয়ার একের পর এক হামলার সাক্ষী হয়েছে, এ প্রসঙ্গে ইঙ্গিত করে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা কখনোই রাশিয়াকে ক্ষমা করবে না। রাশিয়ার এদিনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

রোববার নববর্ষের প্রথম প্রহরেও কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন শহরটির কর্মকর্তারা, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা বলতে পারেননি তারা। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভালেরি জালুঝনি বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাশিয়ার ছোড়া ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ১২টিই ভূপাতিত করেছে। সামপ্রতিক সপ্তাহগুলো একের পর এক রুশ হামলা ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনাকে প্রায় পঙ্গু করে দিয়েছে।

মস্কো নিয়মিতই ইউক্রেনের বেসামরিক লক্ষ্যে আঘাত হানার কথা অস্বীকার করে আসছে, তবে পুতিন সমপ্রতি ইউক্রেনের সংবেদনশীল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার কথা স্বীকার করে নিয়েছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, শনিবার যারা হামলা চালিয়েছে তারা অমানুষ। এরপর রুশ ভাষায় তিনি পুতিনকে কড়া আক্রমণ করেন। আপনাদের নেতা দেখাতে চাইছেন যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আর সামরিক বাহিনী তার পেছনে আছে। কিন্তু সত্যটা হচ্ছে, তিনি তার সামরিক বাহিনীর পেছনে লুকিয়ে আছেন। তার ক্ষেপণাস্ত্র, তার বাসভবন আর প্রাসাদের দেয়ালের ভেতর লুকিয়ে আছেন। তিনি আপনাদের পেছনে লুকিয়ে আছেন। তিনি আপনাদের দেশ ও আপনাদের ভবিষ্যৎকে পুড়িয়ে দিচ্ছেন। সন্ত্রাসের জন্য কেউ আপনাদের ক্ষমা করবে না। বিশ্বের কেউ করবে না। ইউক্রেন আপনাদের ক্ষমা করবে না, বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৪২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপারমাণবিক অস্ত্র সূচকীয় হারে বাড়ানোর নির্দেশ কিমের