কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে ৬ পরিবার অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এতে এক পরিবারের মা ও তার দুই ছেলে দগ্ধ হয়েছেন। আগুনে ৩৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গুরুতর দগ্ধ দুই ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আহত লায়লা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টায় শিকলবাহা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাহ অহিদিয়া পাড়ায় মৌলানা হাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন দুই ভাই মো. ইব্রাহিম (৫০) ও মো. শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। দগ্ধ দুই ভাইয়ের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার শিকার ক্ষতিগ্রস্ত অন্যরা হলেন মো. ইসহাক (৪০), আবদু শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) ও আবুল কালাম (৫০)।
অগ্নিদগ্ধ মো. শফিক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে। আমাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। এ সময় গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে শরীরে আগুন ধরে যায়। এতে আমার ভাই ও মা–ও পুড়ে যায়। কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এছাড়া সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৬ লক্ষাধিক টাকা হতে পারে।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে জমির দলিল, বিভিন্ন সনদপত্র, নগদ টাকা ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।