লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে ব্যাটারি চালিত রিক্সা উল্টে চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে দরবেশহাট-কেয়াজুপাড়া ডিসি সড়কের গৌড়স্থান নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া আলম মিন্টু (৩২) লামার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুরা বইন্যা পাড়ার ছরওয়ার গাজীর ছেলে ও এক সন্তানের জনক।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুচ জানান, ব্যাটারি চালিত রিক্সায় পানের ঝুড়ি নিয়ে কেয়াজুপাড়া থেকে লোহাগাড়া সদরের দিকে যাচ্ছিলেন জাকারিয়া। পথিমধ্যে সড়কে নির্মাণাধীন গতিরোধকে ধাক্কা লেগে তার রিক্সাটি উল্টে যায়। এতে তিনি রিক্সার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।