পুকুরে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে ডুবে মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বড়শি দিয়ে পুকুরে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে নূরুল আলম (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওবায়দুল্লাহ নগরের একটি পুকুর থেকে গতকাল শুক্রবার সকালে তার লাশটি উদ্ধার করা হয়। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঐ পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকালের দিকে প্রতিদিনের মত নূরুল আলম তাদের এলাকায় একটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করতে যান। মাছ শিকার শেষে সন্ধ্যার সময় তিনি বাড়ি ফিরে এলেও ওইদিন ফিরেননি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। রাতে ঐ পুকুরে গিয়ে মাছ শিকারের বড়শি ও সরঞ্জাম দেখতে পেয়ে তারা পুকুরে ডুব দিয়ে ও জাল ফেলে খোঁজ করলেও তার সন্ধান পায়নি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল শুক্রবার সকালে ঐ পুকুর থেকেই নূরুল আলমের মরদেহটি উদ্ধার করা হয়। মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বাদে জুমা পশ্চিম মির্জাপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নূরুল আলমের লাশ দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌরভের ‘বাবা তুমি কোথায়’এলবামের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সভা