পুকুরে বিষ দিয়ে অর্ধলাখ টাকার মাছ নিধন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পুকুরে গ্যাস বড়ি (এক ধরনের বিষ) দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে ঘুমধুম জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। এতে ওই মাছ চাষির ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া বলেন, ধার-দেনা করে নিজের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি। রেনু পোনা, খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ২০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে অর্ধ লক্ষাধিক টাকা আসবে। কিন্ত বুধবার রাতের কোন এক সময় কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই। ঘুমধুম ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, গ্যাস বড়ি দিয়ে মাছ নিধনের ব্যাপারে শুনে দেখতে গিয়েছিলাম। এ বিষয়ে আইনশৃক্সখলা কমিটির সভায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুই কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২