বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম মুহাম্মদ জায়ান ওরফে জায়েদ চৌধুরী (৭)। সে চৌধুরী পাড়ার বাসিন্দা সৌদিয়া প্রবাসী রুহুল কুদ্দুস চৌধুরীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জায়ান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি।
এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর মামা মো. আশিক চৌধুরী। নিহত জায়ান মানসিক ও বাক প্রতিবন্ধী ছিল বলে পরিবারের সদস্যরা জানান ।











