পুকুর ভরাট করায় পতেঙ্গার দুইজনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৮:০৫ অপরাহ্ণ

পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের দায়ে দক্ষিণ পতেঙ্গার দুই ব্যক্তিকে ৪৮ হাজার ৭১৬ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (৩০ জানুয়ারি) এনফোর্সমেন্ট শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (উপসচিব) ইশরাত রেজা এ জরিমানা করেন।

একই শুনানিতে পূর্ব বাকলিয়ায় আবদুল লতিফ হাটের ‘আনন্দ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ’ নামের সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য নির্গমনের দায়ে তিন হাজার ২৪ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মিয়া মাহমুদুল হাসান জানান, পুকুর ভরাট করায় দণ্ডিত দুই ব্যক্তি হচ্ছেন দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়ার মো. নুরুল আফসার ও চরপাড়া রাস্তার আবু বক্কর। এর মধ্যে নুরুল আফসারকে ৩৪ হাজার ৫৯ টাকা এবং আবু বক্করকে ১৪ হাজার ৬৫৭ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকার অনুশীলনে হঠাৎ নেমে এলো হেলিকপ্টার
পরবর্তী নিবন্ধঋণের চাপে রিকশাচালকের আত্মহত্যা!