পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা: প্রিয়নবী (দ.)” শীর্ষক ১১তম মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা গত ২২ অক্টোবর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল আনোয়ার। আলোচ্য বিষয়ে মূল বক্তব্য পেশ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি রাসূলুল্লাহ (দ.) জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, আলোকিত মানুষ হতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি মহা মনীষীদের জীবনী পড়তে হবে এবং সেই আলোকে জীবন গড়তে হবে। তিনি আগামী একবছরে হলেও প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর একটি জীবনীগ্রন্থ পড়ার জন্য শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, আজীবন সদস্য হাজী লতিফা মোহাম্মদ, জাহাজী শ্রমিক ফেডারেশন বিভাগীয় সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল হক চৌধুরী, মো. সোলাইমান, জোবাইদুল হোসাইন, সালাউদ্দীন কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স সেবাপ্রধান আসিফ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক সাইফুর রহমান, আব্দুল মান্নান, পিআরও মোহাম্মদ ফখরুল ইসলাম, রক্তসেবা প্রধান জাকারিয়া আলম, আইটি সহকারী জাহিদ হাসান, জোবায়ের খান জুরাত, সানজিদ আহমেদ, নাহিদ আক্তার, নুসরাত শারমিন, জান্নাতুল সারাফ প্রমুখ। দুই সেশনের আলোচনা শেষে ২৭০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












