ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র পরিচালক প্রফেসর ডা. মো. জোনাইদ শফিক, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিলসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, ইউসিবি একটি আর্থিক প্রতিষ্ঠান হিসাবে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের বিষয়টিকে সর্বদা গুরুত্ব প্রদান করে থাকে। সেই অঙ্গীকারে, পুঁজিবাজারের উন্নয়নে কার্যকরভাবে বিএসইসি’র পাশে থাকবে ইউসিবি। সৌজন্য সাক্ষাতে তারা পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন এবং যৌথভাবে পুঁবিাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।