এবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও আলোচিত ব্যবসায়িক গ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তাদের পরিবারের সদস্যদের পুঁজিবাজার সংশ্লিষ্ট ‘অনিয়মের’ তদন্তে নেমেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার আলোচিত ও প্রভাবশালী এ দুই ব্যবসায়ীর পুঁজিবাজারে কোনো ‘অনিয়ম’ রয়েছে কি না তা দেখতে চার সদস্যের কমিটি করা হয়েছে। ‘বিশদ অনুসন্ধানের’ জন্য গতকাল সোমবার গঠিত এ কমিটিকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও পরিচালক ফারহানা ফারুকী বলেন, বিএসইসির কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাদের ৬০ দিনের মধ্যে বিশদ অনুসন্ধান প্রতিবেদন দিতে কমিশন সময় দিয়েছে। কমিটির সদস্যরা হলেন–বিএসইসির পরিচালক মোহাম্মাদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম এবং দুই সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম। খবর বিডিনিউজের।