পুঁইছড়িতে বাস সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়িতে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের নাপোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাস্টার নজির আহমদ কলেজের পাশে প্রধান সড়ক হয়ে চট্টগ্রাম থেকে পেকুয়া যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন সিএনজি যাত্রী বুলবুল দাশ (৪৫)। দ্রুত উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত বুলবুল চকরিয়ার সুধীর দাশের পুত্র।
এদিকে আহত অপর ৫ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম বিধান ধর। তিনি চকরিয়ার কাশিরাম ধরের পুত্র। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘাতক বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। এছাড়াও বাস চালক সৈয়দ আহমদকে (৩৭) আটক করা হয়েছে বলে জানান তিনি। সৈয়দ আহমদ বৈলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত নুর আহমদের পুত্র।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল মৃত কাতলা মাছ