পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ভলান্টিয়ার্সের উদ্যোগে সম্পন্ন হয়েছে ‘শেয়ারিং হ্যাপিনেস’ প্রজেক্ট। রমজান মাসে দেশব্যাপী দরিদ্র ও ছিন্নমূল মানুষকে সাহায্য করতে এই মানবিক কার্যক্রম চালায় শিক্ষার্থীরা। প্রজেক্টের আওতায় হাটহাজারী যিন নূরাইন এতিমখানায় ইফতার মাহফিল, নগরীতে ২শ প্যাকেট ইফতার ও ৬০টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও টাঙ্গাইল, রাঙামাটি, রাজশাহী, যশোরসহ বিভিন্ন অঞ্চলে ত্রাণ দেওয়াসহ ২০টি মধ্যবিত্ত পরিবারকে আর্থিক সহায়তা দেয় শিক্ষার্থীরা। উল্লেখ্য, পিসিআইইউ ভলান্টিয়ার্স প্রতিষ্ঠানের প্রক্টর বডির তত্ত্বাবধানে পরিচালিত একটি প্ল্যাটফর্ম। বর্তমানে প্রক্টর মো. ওসমান গণি। এছাড়াও ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন মুহাম্মদ তৈয়ব, তানভীর মোরসালীন, মো. মেহরাব হোসেন, আফিফা সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।