পিরোজপুর সদর উপজেলায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৪ চার জন শিশু, ২ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে। প্রাইভেট কারটিতে দুটি পরিবারের সদস্যরা ছিল। তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে পিরোজপুর হয়ে ঢাকায় ফিরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জ্ঞানসা এলাকায় নুরানী গেটের সামনে রাত ২টার দিকে এই দুর্ঘটনা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৩টার দিকে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের মধ্য থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করে। এদের মধ্য থেকে নিহত মোতালেব হোসেন নামের একজনের মোবাইল ফোনের মাধ্যমে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল সার্ভিসে কর্মরত মো. মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) এবং ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার খোলআচার গ্রামে।
এ ছাড়া, নিহত আরেকজন শাওনের এক আত্মীয় মুরাদ বাকি ৪ জনের পরিচয় নিশ্চিত করেছেন। এরা হলেন, শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৬), ছেলে শাহাদাত (১০) এবং ছেলে আবদুল (৩)। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়। খবর বাসসের।
মুরাদ আরো জানান, এ দুটি পরিবার কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়ানো শেষে নাজিরপুর হয়ে ঢাকা যাচ্ছিলেন। যাওয়ার পথে শাওন তার নাজিরপুরের বাড়িতে দেখা করে যাওয়ার জন্য এ পথে ঢাকা যাচ্ছিলেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মুকিত হাসান খাঁন বলেন, পিরোজপুর হয়ে ঢাকা যাওয়ার পথে গভীর রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়। নিহতদের মৃতদেহ পিরোজপুর জেলা হাসপাতালে রাখা হয়েছে।