পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি পিছিয়েছে

আহমদ শফি হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

হেফাজত আমির আল্লামা আহমদ শফিকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ৭ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সিনিয়র জুডিশিযাল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে গতকাল রোববার উক্ত তদন্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালতের পেশকার মো. আকতার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সময় চেয়ে আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং শুনানি পিছিয়ে দেন। চারমাস তদন্তের পর গত ১২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন সম্প্রতি মৃত্যু বরণ করা হেফজত আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদনটি দাখিল করেন। প্রতিবেদনে ইচ্ছাকৃত অবহেলায় আহমদ শফির মৃত্যু হয়েছে দাবি করে এজাহারভুক্ত ৩১ জনসহ নতুন করে আরো ১২ জনকে আসামি করা হয়েছে। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৫ জনকে দায়মুক্তি দেয়া হয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন। পরবর্তীতে আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এজাহারে বলা হয়, মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়লে আল্লামা আহমদ শফীর অঙিজেনের প্রয়োজন হয়। কিন্তু তাকে তা দেয়া হয়নি। তখন আসামিরা বলেছিল, ‘আগে বুড়াকে পদত্যাগ করতে বল, পরে বিদ্যুৎ দিব, অঙিজেন দেব’। পরে হাসপাতালে নেয়ার সময় আল্লামা শফিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে দেয়া হয়। এক ঘণ্টা পর এ্যাম্বুলেন্সটি ছাড়া হয়। ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যায়। যার কারণে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া আদালতে ২০ জনের বিরুদ্ধে চেয়ারম্যানের মামলা
পরবর্তী নিবন্ধশ্রেণিকক্ষে ময়লা শিক্ষা কর্মকর্তা ও অধ্যক্ষ বরখাস্ত