পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চাকুরে পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তার ভাষ্যে, মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটির কথা বলা হচ্ছে। বাবারা শিশুদেরকে ঠিক মত সময় প্রদান করলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায়। তবে এজন্য তিনটি শর্ত মানতে হবে। খবর বিডিনিউজের।

শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে। একজন পিতা কতক্ষণ বাচ্চাকে দেখেছেন, বাচ্চার প্যাট পরিষ্কার করেছেন, মায়ের সেবা করছেনএসব লিখিতভাবে দিতে পারলে আমি রাজি আছি। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধবসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডিসহ ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা
পরবর্তী নিবন্ধসিবিইউএফটিতে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন