সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। এ সুযোগ কাজে লাগিয়ে জানাজায় অংশ নেওয়া শতাধিক মানুষের মোবাইল চুরি হয় বলে মাইকে ঘোষণা করা হয়।
একই সাথে মোবাইল চোর থেকে সাবধানে থাকার আহ্বান জানানো হলেও, চোরের দল সেখানে জাফরুল ইসলাম চৌধুরীর ছোট পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মোবাইলটিও চুরি করে।
জানাজার সময় মোবাইল ফেরত দিলে পুরস্কৃত করা হবে ঘোষণা দিলেও ফেরত পাওয়া যায়নি।