চট্টগ্রাম থেকে দোহাজারী যাওয়ার পথে কর্ণফুলীর কালুরঘাট সেতুর আগে পিডিবির শাটল ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এতে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। বাংলানিউজ
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, “কালুরঘাট সেতুর একটু আগে ট্রেনটির গার্ড ব্রেকের ৮টি চাকার মধ্যে সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়।”
তিনি বলেন, “ট্রেনটির বগি লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি। পরে কিছুক্ষণের মধ্যে প্রকৌশলীরা ট্রেনটি সংস্কার করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করে।”
দোহাজারী পিডিবির শাটল ট্রেনটি কালুরঘাট সেতু দিয়ে প্রতিদিন দোহাজারী পিডিবির বিদ্যুৎ কেন্দ্রে তেল পরিবহন করে।