পিঠা উৎসবে গিয়ে ‘হেনস্তার শিকার’ পাটওয়ারী, রাস্তায় বসে প্রতিবাদ

আব্বাসের নির্দেশে পাটওয়ারীর ওপর হামলা : নাহিদ

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজধানীর শান্তিনগরে সড়কে বসে প্রতিবাদ করেছেন ঢাকা৮ আসনে দশ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবে ওই ঘটনা ঘটে।

পাটওয়ারী ছিলেন ওই উৎসবের আমন্ত্রিত অতিথি। তিনি সেখানে পৌঁছালে কিছু তরুণ তাকে উদ্দেশ করে স্লোগান দেয়। এরপর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পাটওয়ারীর ওপর শারীরিক আক্রমণেরও অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ফকিরাপুল মোড়ে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। নেতাকর্মী অনুসারীদের নিয়ে তিনি পারাবত হোটেলের সামনে অবস্থান নেন। খবর বিডিনিউজের।

পাটওয়ারীর ব্যক্তিগত মিডিয়া সহকারী শামিল আব্দুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা হামলা করে। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস এ বিষয়ে কথা বলতে চাননি। তবে কলেজের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, মারামারি ঘটনা ঘটেনি। অল্প কিছু তর্ক বিতর্ক, স্লোগানের কারণে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়ে। নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘ভুয়া ভুয়া‘ বলে মাতামাতি করে। পরে কলেজের কর্তৃপক্ষের সহায়তায় তাকে উৎসবে আনা হয়।

এ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসেরও পিঠা উৎসবে উপস্থিত থাকার কথা ছিল। বেলা ১টা পর্যন্ত তিনি মালিবাগের আবু যর গিফারী কলেজ এলাকায় অবস্থান করছিলেন।

আব্বাসের নির্দেশে পাটওয়ারীর ওপর হামলা : এদিকে মির্জা আব্বাসের ‘নির্দেশে’ এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানের ‘সম্মতিতেই’ ওই আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘হামলা’ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থানে হাসিনাকে হটিয়েছি, আর মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে পারব না? এসব ভয়ভীতি দিয়ে আমাদের আটকানো যাবে? এমনটি ভাবলে ভুল হবে।

পিঠা উৎসবে ঘটনার পর ফকিরাপুল এলাকায় একটি মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলনে এসে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী পাটওয়ারী শান্তিনগরের ঘটনার জন্য তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসকে দায়ী করে বক্তব্য দেন। একই সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরে বড় হয়েছি। আমরা মির্জা আব্বাসের ইতিহাস জানি। মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা আর ৩০ টাকা দিয়ে জিয়াউর রহমান বলেছিলেন, আমার সঙ্গে রাজনীতি করো। নির্বাচনে কাজ কারো। সেখান থেকেই তার রাজনীতির যাত্রা শুরু। বিএনপির রাজনীতি করেই ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করেছেন মির্জা আব্বাস। সেই সাম্রাজ্য কীভাবে হয়েছে সেটা দেশের মানুষ জানে। জুলাই গণঅভ্যুত্থানের পরই তাদের উচিত ছিল দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উদ্দেশে নাহিদ বলেন, আগে যা করেছেন, করছেন। তবে পরিবর্তন না হলে কিন্তু এবারের নির্বাচনে ভালো হবে না।

পূর্ববর্তী নিবন্ধযেখানে যা হচ্ছে সবকিছুতে দোষ চাপানো হচ্ছে : মির্জা আব্বাস
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে