মেয়েদেরকে খেলায় ফেরাতে নেপালের বিপক্ষে ঘরের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১২ ও ১৫ জুলাই ম্যাচ দুটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে ম্যাচের সূচিতে পরিবর্তন আসছে। পিছিয়ে যাচ্ছে ম্যাচ দুটি। একদিন করে পিছিয়ে আগামী ১৩ ও ১৬ জুলাই ম্যাচ দুটি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে সাফ জেতার পর নয় মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাবিনারা। এ প্রীতি ম্যাচের জন্য এবারে ঈদে ছুটি পাননি তারা। এদিকে গত মে মাসে জাতীয় নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেছেন। নতুন কোচ না থাকায় ছোটনের সহকারী কোচ লিটু অনুশীলন করাচ্ছেন সাবিনাদের।