নগরের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি জাহিদসহ ৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে গত রাত সাড়ে ৮ টায় লিংক রোড থেকে পিচ্চি জাহেদকে গ্রেপ্তার করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীর্ষ সন্ত্রাসী রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্চি জাহিদ‘কে আকবরশাহ থানার লিংক রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।
এছাড়া বিশেষ অভিযানে ধৃত বাকিরা হচ্ছেন– খোকন দাস (৫৫), মোঃ জাহেদ আলম (৪০), আব্দুল হাসেম বাবু (২৮), দিলীপ দাশ (৩৬), মোঃ মনিক হোসেন (৩৪), মোঃ সেলিম (৫৭), মোঃ সোলেমান (৪৩) ও মোঃ আল আমিন (৩২)।