সীতাকুণ্ডে পিকআপ ভর্তি চোরাই বৈদ্যুতিক সরঞ্জামসহ ইউসুফ ভান্ডারী (৫৫) নামে চোরাই চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। আটক ইউসুফ সীতাকুণ্ডের কদম রসুল এলাকার মৃত জলিল আহমদ এর পুত্র। সীতাকুণ্ড থানার উপ–পরিদর্শক রাজিব চন্দ্র পোদ্দার জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিএম কনটেইনার ডিপো এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি চুরি করা বৈদ্যুতিক সরঞ্জামসহ চোরাইচক্রের সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, পৌরসদরের ইদিলপুর পল্লি বিদ্যুৎ অফিসের পিছনে রাখা আন্ডার গ্রাউন্ড ক্যাবল মাঠ থেকে তারা ৮/৯ জন চোর একত্রিত হয়ে চুরির ঘটনা ঘটায়। তারা সেখানে থাকা ১০ টুকরা ৮১ ফিট আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক সরঞ্জাম পিকআপে করে নিয়ে যায়। উপপরিদর্শক আরো জানান, এ ঘটনায় আটক ব্যক্তিসহ পালিয়ে যাওয়া চোরাই চক্রের সদস্যদের বিরুদ্ধে পল্লি বিদ্যুৎ, চট্টগ্রাম–০৩ (সীতাকুণ্ড) এর প্রতিনিধি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পলাতক অপরাপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।