বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। গত শুক্রবার রাতে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে লাহোর ৯৫ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে। ম্যাচে ২ বলে ৫ রান করার পর বল হাতে ৩৪ রানে ৩ উইকেট নেন রিশাদ। ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর। মোহাম্মদ নাইম ও কুশল পেরেরার জোড়া হাফ–সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ পায় লাহোর। ৭টি চার ও ২টি ছক্কায় নাইম ২৫ বলে ৫০ রান করেন। উইকেটরক্ষক কুশল পেরেরা ৩৫ বলে ৬১ রান করেন। তার ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল।
নয় নম্বরে নেমে ১টি বাউন্ডারিতে ২ বলে ৫ রান করেন রিশাদ। লাহোরের হয়ে খেলা বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসান ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ২০৩ রানের টার্গেটে খেলতে নেমে লাহোর বোলারদের তোপের মুখে পড়ে ইসলামাবাদ। ১৫.১ ওভারে ১০৭ রানে অলআউট হয় তারা। লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি–সালমান মির্জা ও রিশাদ ৩টি করে উইকেট নেন। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন লাহোরের পেসার সালমান।
আজ ২৫ মে ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।