পিএসএলে ধারাভাষ্য দেবেন আতাহার আলী খান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারাভাষ্যে থাকবেন কোনো বাংলাদেশি। মাইক্রোফোন হাতে পিএসএলের দশম আসরে থাকবেন আতাহার আলী খান। আতাহার ছাড়াও পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে। অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও থাকছেন ধারাভাষ্য প্যানেলে। এছাড়া পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক। তারা হলেন আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

পূর্ববর্তী নিবন্ধ১১ এপ্রিল এম এ আজিজ স্টেডিয়ামে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’
পরবর্তী নিবন্ধফুটবল লিগে অংশ নিতে ভুটান গেলেন সাবিনারা