কক্সবাজার সদরের পিএমখালীতে জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মো. সিকান্দর (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চেরাংঘর মাছ বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সিকান্দর ইউনিয়নের ঝুমছড়ি এলাকার মৃত কালামিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। হামলায় আহতরা কক্সবাজার সদর হাসপাতালের ৫ম তলায় ভর্তি রয়েছেন। আহতরা হলেন নুরুল ইসলাম (৬০), নুরুল আমিন (৫০), শাহ আলম, বেদার মিয়া, শাহাজাহান এবং নিহত সিকান্দরের ছেলে মোহাম্মদ শাহেদ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস। থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় সোহেল নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের পরিবার থেকে অভিযোগ করা হলে মামলা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে হামলায় আহত বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, সকালে সিকান্দরের দখলে থাকা জমিতে টিনের ঘেরা দিতে যায় প্রতিপক্ষ রশিদ আহমেদের লোকজন। এতে বাধা দিতে গেলে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।