বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা জনগণের পক্ষ থেকে ৫ দফা যৌক্তিক দাবি পেশ করছি, যাতে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের পথ সুগম করা, পিআর পদ্ধতি চালু, এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিসহ জামায়াতের ৫ দফা গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে এক স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক চট্টগ্রাম (সার্বিক) মুহাম্মদ শরিফ উদ্দিন। এর আগে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জাব্বারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস প্রমুখ। মুহাম্মদ জাফর সাদেক বলেন, এ স্মারকলিপিতে দেশে রাজনৈতিক সংহতি ও স্থিতিশীলতার জন্য ৫ দফা গণদাবি উপস্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে ‘জুলাই সনদ’ এর ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণ ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নের দাবি।









