বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের রাজনীতিতে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের মতামতের পূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু করা সময়ের দাবি। এ পদ্ধতি চালু হলে শুধু সংখ্যাগরিষ্ঠের নয়, সকল মত ও চিন্তার মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হবে। এর ফলে জাতীয় সংসদ আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং দায়বদ্ধ হবে। গত ৫ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান একক কেন্দ্রিক ও দমন–পীড়ন নির্ভর রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেখানে ইসলামপ্রিয়, দেশপ্রেমিক, নৈতিক চরিত্রবান নেতৃত্ব রাজনীতিতে স্থান পাবে। জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েম করা। এর জন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। লুটপাট, দুঃশাসন ও দুর্নীতিতে জর্জরিত রাজনীতির পরিবর্তে ন্যায়ভিত্তিক, সুশাসন ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার জন্য জামায়াতকে শক্তিশালী রাজনৈতিক বিকল্প হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. নুরুল কবিরের সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়াত উল্লাহ, সাবেক চকরিয়া উপজেলা আমীর মাওলানা ছাবের আহমদ ও জেলা শূরা সদস্য মাওলানা এ এইচ এম বদিউল আলম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. জে.এম শাহাব উদ্দীন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, এসিস্ট্যান্ট সেক্রেটারী দিদারুল আলম, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা জয়নাল আবেদীন, আব্দুল মালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।