বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে চট্টগ্রাম–১০ সংসদীয় আসনের অধীনে হালিশহর থানার কেন্দ্রসমূহের কেন্দ্র কমিটির সদস্য ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে হালিশহর থানা জামায়াতের কার্যালয়ে থানা আমির ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধিত্বমূলক ভোটের রায়ের প্রতিফলন হবে না। তাই বর্তমান সরকারের কাছে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনের অনুরোধ জানান অধ্যক্ষ হেলালী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাহাড়তলী থানা জামায়াতের আমির নুরুল আলম, হালিশহর থানা জামায়াতের নায়েবে আমির ড. শাহাদাত হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের হালিশহর থানা সভাপতি মো. ইউসুফ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এটিএম মাকসুদুল মাওলা, জাহের খান, সেলিম মাহমুদ সাইফুদ্দিন, বেলাল হোসেনসহ অন্যান্য ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।