পিঁপড়েরা চলে দল বেঁধে, শৃঙ্খলার সুরে,
মাটির নিচে গড়ে তোলে অদৃশ্য এক দুর্গ।
পরিশ্রমে বাঁধা তাদের জীবন,
পথচলার কৌশলে লুকিয়ে আছে গোপন ঐক্য।
রাজনীতির গন্ধ পায় না তারা,
কেবল খোঁজে খাদ্য, গড়ে তোলে সাম্রাজ্য।
কোনো অভ্যুত্থান নয়, নেই বিদ্রোহের ডঙ্কা,
তাদের শপথ–সাম্রাজ্যের কল্যাণ,
একতার অঙ্গীকার।
পথচলার ছন্দে তারা জানে,
কে ভার বইবে, কে পথ দেখাবে।
নেতৃত্ব জন্ম নেয় পরিশ্রমের মাটিতে,
মানবিক মূল্যবোধ নয়, বরং সম্মিলিত প্রয়াসে।
তবু, কেউ যদি ভেঙে ফেলে পথের রেখা,
সারি বেঁধে এগিয়ে চলে তারা,
সংশোধন করে পথে পথে,
মৃত্যুও থামাতে পারে না তাদের যাত্রা।
পিঁপড়ের জীবন এক নীরব বিপ্লব,
কোনো উচ্চস্বরে নয়,
শৃঙ্খলা আর অধ্যবসায়ের ছায়ায় গড়ে ওঠে
এক অজেয় সাম্রাজ্যের কাহিনী।