প্রতারণার মাধ্যমে আত্মসাতকৃত টাকা ফেরত চেয়ে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে আরো একটি মামলা হয়েছে। গতকাল রোববার আত্মসাতকৃত ৭৭ কোটি টাকার সাথে আরো ৮৫৩ কোটি টাকা যোগ করে ৯৩০ কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে উক্ত মামলাটি করেন খুলশী থানা এলাকার ক্লুইস্টন গ্রুপের মালিক আব্দুল হালিম (৫০)। মামলায় আরো ৪ ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- ঢাকার বনানীর মো. জাহাঙ্গীর আলম, উত্তরার মো. সিদ্দিকুর রহমান, ফিরোজপুরের বাসিন্দা রতন কুমার বিশ্বাস, পিএন্ডএল ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী। বাদীর আইনজীবী রাসেল সরকার আজাদীকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- আদালত আমাদের মামলাটি গ্রহণ করে আগামী ৩ জুন পরবর্তী শুনানির জন্য রেখেছেন। বিবাদীদের কাছে সমন জারি করা হয়েছে।
তিনি বলেন, কঙবাজারের রেডিসন ব্লু প্রকল্পের ৬৪ শতাংশ শেয়ারের মালিক ছিলেন আমার মক্কেল। যা তিনি পিকে হালদারের কাছে বিক্রি করেছেন। কিন্তু চুক্তি অনুযায়ী আমার মক্কেল শেয়ার বিক্রি বাবদ ৭৭ কোটি টাকা পাননি। প্রতারণার মাধ্যমে পিকে হালদার এসব টাকা আত্মসাত করেন। তিনি বলেন, ২০১৪ সালে প্রতারণার এ ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সুদে আসলে টাকার পরিমাণ দাঁড়ায় ৯৩০ কোটি টাকা। তাই আমরা আদালতে ৯৩০ কোটি টাকা ফেরত চেয়ে দেওয়ানী কার্যবিধি অনুযায়ী মামলা করেছি।
উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের এ ঘটনায় গত ৪ এপ্রিল চট্টগ্রামের অপর একটি আদালতে পি কে হালদারসহ ৫ জনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেন ক্লুইস্টন গ্রুপের মালিক আব্দুল আলিম। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।