পি কে হালদার দেশে নামা মাত্র গ্রেপ্তারের নির্দেশ

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৭ পূর্বাহ্ণ

দুদকের চোখে ৩০০ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ মালিক পি কে হালদার বিমান থেকে দেশের মাটিতে পা রাখার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে উপযুক্ত আদালতে সোপর্দ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তিনি যাতে নিরাপদে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন, সেজন্য পুলিশ প্রধান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আদেশে বলেছে, আগামী ২৫ অক্টোবর সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে (ইকে৫৮২) দেশে ফেরা মাত্র পি কে হালদারকে গ্রেপ্তার করে উপযুক্ত আদালতে সোপর্দ করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বলা হচ্ছে ওই তিন কর্তৃপক্ষকে।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের জীবনের নিরাপত্তায় আদালতের হেফাজত চেয়ে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) আবেদন গ্রহণ করে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আইএলএফএসএল-এর আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। আর দুদকের পক্ষে শুনানিতে ছিলেন মো. খুরশীদ আলম খান।
আদেশে বিচারক বলেন, পি কে হালদার যদি দেশে আসেন, তাহলে এই কোম্পানি মেটারটা নিষ্পত্তি করা যাবে। সেটা নিষ্পত্তি করার জন্য এই কোর্ট দেখতে চায় যে, তিনি বিমানযোগে দেশে পা ফেলা মাত্র তাকে যেন অ্যারেস্ট করা হয় এবং জেলে নেওয়া হয়। তাকে যেন বাইরে যেতে না দেওয়া হয়। এই কাজটা যদি করা হয়, তাহলে তার আবেদন অনুযায়ী তিনি যে মনে করছেন, তাকে কিডন্যাপ করা হবে, তা আর হবে না।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার রফিক উল হক ‘লাইফ সাপোর্টে’
পরবর্তী নিবন্ধজেনারেল হাসপাতালের সামনে ময়লার স্তূপ