অগ্রপথিক মুক্ত রোভার স্কাউট গ্রুপ চট্টগ্রামের চারজন রোভার স্কাউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে গত ২৪ আগস্ট যাত্রা শুরু করে গতকাল বুধবার চকরিয়া উপজেলা পরিষদে পৌঁছেছেন।
এসময় তাদের সেখানে স্বাগত জানান চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা রোভার এবং গ্রুপ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, মোহাম্মদ গোলাম মোস্তফা, চকরিয়া থানা অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার।
২৪ থেকে ২৮ আগস্ট মোট ৫ দিন হেঁটে তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবেন। যাত্রাকালে পথিমধ্যে তাঁরা বৃক্ষরোপণ, নিরাপদ সড়ক, শিশু ও নারী স্বাস্থ্যসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা করছেন। পরিভ্রমণকারী রোভার স্কাউটরা হলেন রোভার মো. মহিন উদ্দীন, রোভার সৈয়দ মো. আল আমিন, রোভার মুহাম্মদ আলত্বাফুল মুনির ফাহিম ও রোভার আব্দুল্লাহ রায়হান।
উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) অর্জনের লক্ষ্যে সেবাস্তরে রোভারদের হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র্যাম্বলিং বা পরিভ্রমণ বলা হয়। প্রেস বিজ্ঞপ্তি।