পার্বত্য জেলা রাঙামাটিতে আজ সারা দেশের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বই উৎসব। রবিবার সকাল ১০টায় শহরের বনরুপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, দুপুর ১২ টায় রাণীদয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মিজানুর রহমান। রাঙামাটি জেলা প্রাথমিক অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ শিক্ষা বর্ষে প্রাক–প্রাথমিক থেকে ৩য় শ্রেণীর চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ২৯ হাজার ৮০৬ জন শিশু ৬৬ হাজার ২৫০টি মাতৃভাষার বই পাবে। ২০১৭ সাল থেকে ক্ষুদ্র নৃ–গোষ্ঠী শিশুদের প্রাক–প্রাথমিক থেকে মাতৃভাষায় পাঠ্যপুস্তক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে তৃতীয় শ্রেণীর শিশুরাও মাতৃভাষায় বই পাচ্ছে। পাঁচটি
মাতৃভাষায় বই দেওয়া হলেও পাহাড়ের চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুরা বই পাচ্ছে। জেলা প্রাথমিক অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষায় জেলার ১০ উপজেলায় প্রাক–প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৮৯ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৭৬ হাজার ৫২৯টি বই বিতরণ করা হবে।
জেলায় বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭০৭টি। তবে এনজিও, কিন্ডারগার্ডেন, রেজিস্ট্রেশন ব্যতীত ও পরীক্ষণ বিদ্যালয়সহ মোট প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬৪টিতে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, রাঙামাটি জেলার প্রত্যেক উপজেলায় বই পৌঁছানো হয়েছে। আজ রবিবার বই উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।