পাহাড়ে পথ হারিয়ে ৯৯৯-এ কল, আট ছাত্র উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালী-সাতকানিয়ার গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের ৮ ছাত্রকে খুঁজে আনল বাঁশখালী থানা পুলিশ। পরে তাদের বাড়ি পৌঁছার ব্যবস্থা করা হয়।
জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে চাম্বল উচ্চ বিদ্যালয়ের
শহীদুল ইসলাম (১৭), মো. জিয়াউর রহমান সিকদার (১৮), মো. পারভেজ আলম (১৮), মো. শাহাদাত হোসেন (১৮), আতাউর রহমান (১৭), আব্দুর রহিম (১৬), হাবিবুর ইসলাম (১৬), নাফিজুল ইসলাম (১৬) পাহাড়ে ঘুরতে গিয়ে দিক হারিয়ে ফেলে। পরে তারা গভীর জঙ্গলে নেটওয়ার্কের বাহিরে চলে যায়। পরে হঠাৎ করে নেটওয়ার্ক পেয়ে তারা পুলিশের হেল্পলাইন ৯৯৯ নম্বরে কল দেয়। কিন্তু কল পেয়ে পুলিশ তাদের উদ্ধারে গেলেও ছাত্রদের মোবাইলে সংযোগ না পাওয়াতে দীর্ঘ ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়।
উদ্ধার ছাত্ররা বাঁশখালী থানাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা ঘুরতে গিয়ে সীমাহীন বেকায়দায় পড়ে যাই। পাহাড়ে হাতির ভয়ে আমরা তটস্থ ছিলাম। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশের কাজ হলো জনগণের বিপদে এগিয়ে আসা। এটা আমরা দায়িত্ব ও কর্তব্য মনে করি। আমরা সব সময় জনগণের পাশে ও মানবতার পাশে থেকে কাজ করতে চাই।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
পরবর্তী নিবন্ধ২১ থেকে ২৫ মার্চ অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ