পাহাড়তলীতে লোহার ডিপোয় পাইপ বিস্ফোরণ, দগ্ধ ৮

কয়েকজনের শরীরের ১৫-২০ শতাংশ, একজনের ৮৫ শতাংশ পুড়ে গেছে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে লোহার ডিপোয় হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে ৮ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধায় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে মেসার্স আর এন এন্টারপ্রাইজে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল কাদের, আবুল কাসেম, কন্ট্রাক্টর মো. করিম, আব্দুল জলিল, আবুল বশর খান, জামাল হোসেন, রাসেল ও বাহার উদ্দিন। এদের মধ্যে কয়েকজনের ১৫ থেকে ২০ শতাংশ এবং আবুল বশর খানের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্য নুরুল আলম আশেক আজাদীকে বলেন, দগ্ধ অবস্থায় ৮ জনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৩৬ নং বার্ন ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। ওয়ার্ডটিতে আহতদের ভর্তি করা হয়েছে। একেকজনের একেক জায়গায় দগ্ধ হয়েছে। কারো হাত, কারো কপাল দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা শুরু হয়েছে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজাদীকে বলেন, দোকানের মতো দেখতে একটি লোহার ডিপোতে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণ হয়েছে। এতে দোকানটির ৮ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন
পরবর্তী নিবন্ধদুর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে