পাহাড়তলীতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে আয়োজিত বন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা এক্স সি এন কলোনী সম্পন্ন হয়েছে গতকাল। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুমনশিমুল জুটি। আর রানার আপ হওয়ার গৌরব অর্জণ করে লিটনরাসেদ জুটি। খেলা শেষে সাবেক জাতীয় সাঁতারু মো. মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জামাল উদ্দিন বাবলু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান পাটোয়ারি, মনিরুল ইসলাম, পার্থ প্রতিম বড়ুয়া, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন বাবু, লোকমান হোসেন লিটন, মেজবাহ উদ্দিন, নাজমুল হুদা, হাবিবুর রহমান মুন্না, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেণ খেলাধুলা যেমন শারীরিক সুস্থতা বজায় রাখে তেমনি তরুণদেরকে মাদক হতে বিরত রাখে। তাই তিনি সকলকে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধউদয়ন সংঘের আন্তঃক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ এম আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু