পাহাড়তলীতে কিশোরীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১০ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মোহাম্মদ হোসেন খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে ফটিকছড়ির দৌলতপুর গ্রামের শাহজাহান খানের ছেলে।
পুলিশ জানায়, ওই কিশোরী মায়ের সাথে সৎবাবা মোহাম্মদ হোসেন খানের পরিবারে বসবাস করে। ৭-৮ দিন আগে কিশোরীর মা কাজের উদ্দেশে বাইরে গেলে মোহাম্মদ হোসেন খান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে মা ভিকটিমকে নিয়ে থানায় মামলা করে। এরপর পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করে।পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন-সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধরামপুরায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, ১২ বাসে আগুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৯